বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে ৭ প্রতিষ্ঠানকে অনুমোদন!
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব বেসরকারি ল্যাবে প্রবাসী ও বিদেশগামীরা সর্বনিম্ন এক হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার ৩০০ টাকায় নমুনা পরীক্ষা করাতে পারবেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে একথা উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
সচিব জানান, বিমানবন্দরে দ্রুত ও কম খরচে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সাতটি বেসরকারি ল্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার, ১৫ সেপ্টেম্বর) থেকে তারা ল্যাব বসানোর কাজ শুরু করবে। তিন থেকে ছয় দিনের মধ্যে এসব ল্যাব চালু হবে।
বিমানবন্দরে প্রবাসীদের জন্য পিসিআর ল্যাব স্থাপনে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশের পরে এই ল্যাবগুলো প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানান সচিব।