জিয়া কোন পীর আউলিয়া দরবেশ না, সে হচ্ছে একজন খুনি: তথ্য প্রতিমন্ত্রী
জিয়াউর রহমানের বাক্স নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নাটক মঞ্চস্থ হচ্ছে। এখানে কোনো মাজার থাকবে না। জিয়া কোন পীর আউলিয়া অথবা দরবেশ না। সে একজন খুনি। কোনো হত্যাকারীর মাজার জাতীয় পরিষদের পাশে থাকবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি লুই আইকেনের ডিজাইন করা স্থানে জিয়াউর রহমানের মরদেহের নাম সম্বলিত একটি বাক্স রাখা হয়েছে।
আর সেই বাক্সে, প্রার্থনা ও দানের নামে নাটক করা হচ্ছে, ফখরুল এবং রিজভী ঠেলাঠেলি করছে। ১৬ সেপ্টেম্বর রাতে জামালপুর জেলা প্রেসক্লাবে চেক হস্তান্তর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের লাশ কোথায়? এখানে কোন লাশের অস্তিত্ব নেই। লুই আই কানের নকশা নষ্ট করার জন্য বিএনপি এখানে ল্যাশ নামে একটি বাক্স রেখে একটি মাজার নাটক করছে।