ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় এখন রিকশাচালক!
২১ বছর বয়সী যুবক মোবারক হোসেন হৃদয়। দুই ভাই ও এক বোন নিয়ে তাদের একটি ছোট পরিবার রয়েছে। বাবা একজন স্থানীয় দরিদ্র মাছ ব্যবসায়ী।
তারা থাকেন লক্ষ্মীপুরের রায়পুর দক্ষিণ চরবংশী ইউপির পূর্বাচরবংশী গ্রামে। হাসিখুশি সংসার ভালোই চলছিল। হঠাৎ তার মাথায় বজ্রপাত হল। বন্ধুর ডাকে সাড়া দিয়ে মিথ্যা মোটরসাইকেল চুরির মামলায় তার সব স্বপ্ন ভেঙে গেছে। দেড় মাস কারাগারে কাটানোর পর, তিনি তার বাবার একমাত্র অটোরিকশা বিক্রিতে হার্ট জামিন পান। মাথায় চুরির অভিযোগ থাকায় কোথাও চাকরি নেই। তাই হৃদয় গত আট দিন ধরে এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে।
হৃদয় রায়পুর উপজেলার দক্ষিণ চারবংশী ইউপি -তে ছাত্রলীগ ২০১৬ -এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে ৫ নং ওয়ার্ডের সহ -সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্ব চরবংশী গ্রামের গাজীবাড়ির আমজাদ গাজীর বড় ছেলে।