সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা ইমামের!
শরীফ মাহমুদ নামে এক ইমামের বিরুদ্ধে যৌতুক না দেওয়ার কারণে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
নিহতের বাবা বুধবার রাতে (২২ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। তিনি তার স্বামী মাওলানা শরীফ মাহমুদের সাথে বায়রশালায় একটি ভাড়া বাসায় থাকতেন।
মেয়ের পরিবার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লামঝাড় এলাকায় ১২ জুন ২০১৯ তারিখে মাওলানা শরীফ মাহমুদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর শরীফ স্ত্রীকে নিয়ে শ্রীপুরে যান। সেখানে তিনি স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে নামাজ আদায় শুরু করেন।
কিন্তু শরীফ আর্থিক কষ্ট এবং পরকীয়ার কারণে কিছুদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ১৮ সেপ্টেম্বর রাতে শরীফ তার স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করায় তার স্ত্রীকে মারধর শুরু করেন এবং তাকে ঘটনাটি জানান। এরপর বিকেল ৩ টার দিকে সাউন্ডবক্সে জোরে ওয়াজ বাজানো হয়, শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়। যুবতীর চিৎকারে পাশের ঘর থেকে এক মহিলা এসে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে।
ঘটনার রাতে বাবা গাইবান্ধা থেকে মেয়েটিকে অ্যাম্বুলেন্স দিয়ে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।