১৬ শিক্ষার্থীর চুল কেটে দিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৬ জন শিক্ষার্থীর চুল কেটে এবং তাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে শিক্ষার্থীরা সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চূড়ান্ত পরীক্ষার জন্য এলে ঘটনাটি ঘটে। কিছু ছাত্রছাত্রী চুল কাটার প্রতিবাদে সোমবার সকালে পরীক্ষা বর্জন করে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের চুল কাটার নির্দেশ দেন। এ সময় একই বিভাগের সহকারী প্রক্টর রাজীব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুনি উপস্থিত ছিলেন। ঘটনার পর সোমবার বিকেলে শিক্ষার্থীরা প্রতিবাদে পরীক্ষা বর্জন করে। পরে, যখন তারা প্রতিবাদ ও মানববন্ধনের জন্য বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস -১ এর গেটে জড়ো হয়, তখন শিক্ষক ও তার বাহিনী তাদেরকে পরীক্ষার হলে যেতে বাধ্য করে, অভিশাপ দেয় তাদের অশ্লীল ভাষায়।
আরও জানা গেছে, এই ঘটনার পর ওই বিভাগের ছাত্ররা আবার হুমকির মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই এ নিয়ে মুখ খুলতে ভয় পান। বেশ কয়েকজন গালিগালাজকারী শিক্ষার্থী জানান, কিছুদিন আগে ক্লাস চলাকালীন শিক্ষক শিক্ষার্থীদের চুল লম্বা রাখার জন্য বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরের দিন চুল কেটে ফেলে।
এই ঘটনায় অনেকেই পড়াশোনা শেষ করে বাড়ি ছাড়ার কথা ভাবছেন, তারা বলেন, সবার সামনে এভাবে তাদের অপমান করার পর শিক্ষক তাদের পরীক্ষা দিতে বাধ্য করেন। এই অপমান সহ্য করতে না পেরে তাদের অনেকেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। অনেকেই পড়াশোনা শেষ করে বাড়ি ছাড়ার কথা ভাবছেন। ফলস্বরূপ, এই ১৬ শিক্ষার্থীর শিক্ষাগত জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।