ইতিহাসের প্রয়োজনেই শেখ হাসিনার জন্ম : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইতিহাসের প্রয়োজন থেকে জন্ম নিয়েছিলেন, এবং এখন তিনি নিজেই ইতিহাস।
মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন ও প্রার্থনা বিতরণ ও পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াইদুল কাদের তার বাসভবন থেকে কার্যত অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, এমপি নাহিম রাজ্জাক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।