খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান: ইনু
জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, “আমি অনেক আগে বলেছিলাম, বেগম খালেদা জিয়া, আপনি পাকিস্তানে যান। বাংলাদেশকে পছন্দ না করার কি দরকার। তিনি এখনও রাজাকারদের সঙ্গে অংশীদারিত্ব করছেন। জঙ্গিরা তিনি এখনও পাকিস্তানে ট্রেনে আছেন।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নামে হালাকার, জঙ্গি ও খুনিদের হালাল বানানোর রাজনীতি অনুমোদিত হবে না। যারা বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতা মানে না, ত্রিশ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করে না, তারা বাংলাদেশের কেউ নয়।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের শেখ রাসেল মিলনায়তনে জেলা জাসদারের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে হাসানুল হক এমপি এসব কথা বলেন। জেলা জাসদারের ত্রি-বার্ষিক সম্মেলনে ইনু বলেন, এই সম্মেলনে আমাদের দাবি তিস্তা বাঁচানো, মানুষকে বাঁচানো। এ লক্ষ্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ঢাকায় না গিয়ে স্থানীয়ভাবে চাল ও কাপড়ের ব্যবস্থা করে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে। অনেক উন্নয়ন হচ্ছে। সবাই সেই উন্নয়নের জন্য উন্মুখ। কিন্তু সেই উন্নয়ন ট্রেনের ভিতরে গৃহপালিত ইঁদুর ঢুকে পড়েছে। উন্নয়নের সুফল খাওয়া। এর সুফল সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। এই বাড়ির ইঁদুরগুলো দুর্নীতিগ্রস্ত। এদের কোন জাত নেই এবং পাতাও নেই। এই গৃহপালিত ইঁদুরগুলো অর্থনৈতিক শত্রু। গরীবের শত্রু। দেশের শত্রু। তারা সরকারের ঘরের ভেতরের শত্রু। তারা দিনরাত কাজ করে যাচ্ছে। তারা বিডিং এবং বিড করে মানুষকে অপমান করে। দুর্নীতি সিন্ডিকেট উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।