২০০ টাকা চুরির মিথ্যা অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন!
জয়পুরহাটের একটি খামার থেকে ২০০ টাকা চুরির মিথ্যা অভিযোগে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। শনিবার রাতে (৯ অক্টোবর) রাতে আবুবকর ও বেইলি বেগমকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, ধানতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেইলি বেগম স্থানীয় মেয়ের মেয়েকে বাজারের পাশের একটি গাছে বেঁধে এক ঘণ্টা ধরে মারধর করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে অভিযোগ করেন, বেইলি বেগম তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি করেছেন। গাছের সঙ্গে বাঁধা কিশোর টাকা চুরি অস্বীকার করে চিৎকার -চেঁচামেচি শুরু করে।
একজন স্থানীয় যখন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন, তখন তা ভাইরাল হয়ে যায়।