তালেবান বিজয়ে বড় সমস্যাটা হল ভারত বিভক্ত হবে: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা যদি আজ তালেবানকে বয়কট করি, তাহলে প্রশ্ন জাগে কেন আমরা পশ্চিমাদের কথায় প্রকাশ করি? আমরা আমাদের নিজস্ব চিন্তা দ্বারা পরিচালিত হবে। আমি বলব এই মুহূর্তে আফগানিস্তানে এক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে। তিনি বলেন, তালেবানদের বিজয় নিয়েও কিছুটা সমস্যা ছিল। বড় সমস্যা হল ভারত ভাগ হয়ে যাবে। আজ কাশ্মীরের মুক্তিযোদ্ধারা বুঝবে যে যুদ্ধ করে বিজয় অর্জন করা যায়। অন্য কথায়, কাশ্মীর মুক্তির আন্দোলন আজ বাড়তে পারে।
সোমবার (১১ অক্টোবর) সাভারের পিপলস ইউনিভার্সিটিতে রাজনীতি ও প্রশাসন বিভাগ আয়োজিত ‘অ্যাংলো-আমেরিকান ক্যাম্পেইন অ্যান্ড দ্য তালিবান ইন আফগানিস্তান’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। জাফরুল্লাহ বলেন, “১৯৭১ সালে যুদ্ধ জয়ের পর থেকে আমরা যত কম মানুষ হত্যা করেছি, তালেবানরা তার থেকে অনেক কম হত্যা করছে,”
তিনি আরও বলেন, ভারত পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। মিথ্যা বলতে ভারত ভালো। পশ্চিমা মিডিয়ায় ইসলাম ভীতি আমাদের বিপথগামী করে। আফগান তালেবান কয়েক মাস ধরে ক্ষমতায় রয়েছে।
সেখানে প্রচার করা হয়েছিল যে তারা আসলে ক্ষমতায় থাকা হাজার হাজার মানুষকে হত্যা করবে। কত মানুষকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমরা ১৯৭১ সালে যখন আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করি তখন আমাদের দেশে কি ঘটেছিল তার তুলনা করতে চাই।” স্বাধীনতার পর থেকে তালেবানরা আমাদের চেয়ে অনেক কম মানুষকে হত্যা করেছে।