ফেসবুকে কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার!
সোশ্যাল মিডিয়া এবং প্রাসঙ্গিক ফেসবুক পেজের অ্যাডমিনের মাধ্যমে কিডনি বেআইনি কেনা-বেচার অন্যতম প্রধান মূলহোতা শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিকভাবে গ্রুপের অন্য সদস্যদের নাম জানা যায়নি।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে র্যাববের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি এএনএম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১১ অক্টোবর) জয়পুরহাট ও রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ বিকালে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।