বিএনপি-জামায়াতের ইন্ধনে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “কুমিল্লার মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন পাগল হয়েও বিশ্বাস করবে না যে তারা মূর্তির পায়ের কাছে পবিত্র কোরআন রেখেছে।”
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য এটি রাখা হয়েছে। ঘটনাটি বিএনপি-জামায়াত জোটের ইন্ধন জুগিয়েছিল। এর মাধ্যমে তারা গোটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ‘
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরীর পিটিআই রোডে নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও জেলা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এ মন্তব্য করেন।
কুমিল্লা প্রসঙ্গে হানিফ আরও বলেন, “সরকার ইতোমধ্যেই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল সংস্থা মাটিতে আছে। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধরনের ঘটনা ঘটিয়ে কঠোরভাবে দমন করা হবে। ”
মাহবুব-উল-আলম হানিফ দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এবং মৌলবাদী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।