বিজয়া দশমীর মিছিলের ওপর উঠে গেল গাড়ি, কয়েকজন নিহত
বিজয়া দশমীতে হিন্দুদের মিছিলের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় গাড়ির চালক কিছু লোককে পিষে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ঘটনাস্থলে কিছু মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
শুক্রবার (১৫ অক্টোবর) ভারতের যশপুরের পাথালগাঁও এলাকায় দশমীর একটি মিছিল হয়। জনাকীর্ণ মিছিল চলাকালীন হঠাৎ গাড়ি এসে ধাক্কা মারে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের গাড়ির চারপাশে ফেলে দেওয়া হয়েছিল। গাড়িটি মাটিতে পড়ে থাকা কিছু লোককে পিষে ফেলে চলে যায়।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশ প্রশাসনের মতে, আগে থেকেই জানানো হয়েছিল যে গাড়িতে গাঁজা রয়েছে। জনাকীর্ণ রাস্তায় গাড়ি পড়লে স্থানীয়রা ছুটে যান গাড়ির দিকে। স্থানীয়রা অপরাধীকে গাড়িতে প্রায় ধরে ফেলে। এসময় অপরাধী পালিয়ে যায় এবং দ্রুতগতিতে গাড়ি চালায়। সামনে একটি ভিড় থাকায় কিছু লোক দ্রুতগামী গাড়ির ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।