Jana Ojana
অজ্ঞাত পরিচয় এই যুবতীর শনাক্তে সহযোগিতা করুন !!

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও চাটপাড়া যোগীর আসন এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, রিপন নামে এক ব্যক্তি ওই এলাকায় একটি মরদেহ পড়ে আছে বলে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খড়ের উপর পরে থাকা মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে থুতনির নীচে আঘাত করে মৃ’ত্যু নিশ্চিত করা হয়েছে। মরদেহের পাশে একটি কাঁচি পাওয়া গেছে। মরদেহটি শনাক্তের জন্য হবিগঞ্জ থেকে পিবিআই সদস্যরা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন।এ সময় তিনি আরও জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।