অঝোরে কান্নায় ভেঙে পড়লেন আবুল হায়াত!
প্রবীণ অভিনেতার দীর্ঘদিনের বন্ধু। কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত এনামুল হকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন।
তাদের বন্ধুত্ব ৫৫ বছর দীর্ঘ সে মেনে নিতে পারছে না যে তার বন্ধু তাড়াহুড়ো করে চলে গেছে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন আবুল হায়াত। আবুল হায়াত বিদায় মঞ্চে রাখা শ্রদ্ধাঞ্জলি বইটি উল্টে দিচ্ছেন।
তারপর সে বিষণ্ণ চোখে কিছুক্ষণ ঘাসের দিকে তাকিয়ে রইল। চোখ ঝাপসা হয়ে গেলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। কিন্ত বেশি দিন না. একরকম সে ফুল হাতে নিয়ে অঝোরে কাঁদতে লাগল।
মেয়ে নাতাশা হায়াত তার বাবার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তা হয়নি। গণমাধ্যমের কাছে আসতেই তিনি বললেন, ‘আমি আর এটা করতে পারছি না। বলতে কিছুই নেই। ‘তারপর শ্রদ্ধাঞ্জলি মঞ্চের পিছনে এসে দশ মিনিট বসে রইল।
বন্ধুকে হারানোর অশ্রু তার চোখ থেকে প্রবাহিত হয়েছিল যতক্ষণ সে সেখানে ছিল। ডা. এনামুল হকের লাশ আসার পর আবুল হায়াত মঞ্চে গিয়ে বন্ধুকে হাতে ফুল দিয়ে বিদায় জানান। তারপর আবার কান্নায় ভেঙে পড়েন তিনি।