অধঃপতনের রেকর্ড গড়ে ভারতের জিডিপি ৪.৫ শতাংশ !!

স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে ভারতীয় অর্থনীতি। কয়েকবছর ধরেই ক্রমাগত নিম্নমুখী ভারতীয় জিডিপি বৃদ্ধির হার। এবছরের জিডিপি বৃদ্ধির হার মাত্র ৪.৭ শতাংশ। ভারতীয় অর্থনীতিবিদ্গণ আগেই এই পতনের পূর্বাভাস দিয়েছিলেন কিন্তু মোদি সরকার জিডিপির নিম্ন গতি রোধ করতে পারলেন না।

গত কয়েক মাসে এয়ার ইন্ডিয়ার মতো অলাভজনক প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া, স্টার্ট-আপে কর রেয়াত, ব্যবসায়ীদের করের আওতা পুনর্বিবেচনাসহ নানা পদক্ষেপ নিয়েছিল মোদি তবে শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার মাত্র ৪.৩ শতাংশে গিয়েছে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল সবথেকে কম। সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেই রেকর্ড ভাঙার উপক্রম হয়েছিল। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ।

এর কারণ হিসেবে হিসেবে বিশেষজ্ঞদের ব্যখ্যা, দেশে পণ্যের চাহিদা এবং বেসরকারি লগ্নি হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্ব বাজারে মন্দার জেরে রফতানিও কমেছে। আর এই সাঁড়াশি আক্রামণে জিডিপিতে এই মন্দার টান বলে মত বিশেষজ্ঞদের।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *