অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত – কমছে পেঁয়াজের দাম !!

পেয়াঁজ রফতানির ওপর থেকে অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। গতকাল বুধবার, টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ভারতের খাদ্য ও ভোক্তা অধিকার মন্ত্রী রাম বিলাস পাসোয়ান।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে পাসোয়ান জানান, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।এদিকে পাসোয়ান টুইট বার্তায় লিখেছেন, গেলো কয়েক সপ্তাহে বাম্পার ফলন হওয়ায় কমে এসেছে পেঁয়াজের বাজারের মূল্য।

তিনি জানান, গত বছর মার্চে দেশটিতে উৎপাদিত হয়েছিলো ২৮ দশমিক ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ। চলতি বছর একইসময় উৎপাদন হবে ৪০ লাখ মেট্রিক টন। ফলন কমে যাওয়ায় গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদি প্রশাসন।

এদিকে ভারত পেয়াঁজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে। কারণ এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পাড়বে বাংলাদেশ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *