অবশেষে বাধ্যতামূলক নামাজ পড়ার সেই নোটিশ বাতিল করল গার্মেন্টস কর্তৃপক্ষ !!

দিনভর নানা আলোচনা ও সমালো’চনার মুখে অবশেষে গাজীপুর মহানগরের কোণাবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নামাজ না পড়লে বেতন কাটার জারি করা নির্দেশনা বাতিল করেছে।

সোমবার ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে– ‘গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদের নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না। ভুলবশত বেতন কর্তনের বিষয়টি উল্লেখ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল করিম বলেন, ‘গত ৯ তারিখের নোটিশে নামাজ পড়ার বিষয়ে বেতন কাটার যে স’তর্কতা দেয়া হয়েছিল, এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য দেয়া হয়। এতে কারও বেতন কাটার উদ্দেশ্য ছিল না।’

কারখানার হিসাব বিভাগের নিরীক্ষক (অডিটর) বিলাস সরকার বলেন, ‘কারখানাটিতে সা’ম্প্রদায়িক স’ম্প্রীতি নষ্টের কোনো অ’ভিযোগ কেউ করেননি। অ’সাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই এখানে কাজ করছেন।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *