Internation News
অবশেষে বাবরি মসজিদ তৈরির জন্য ৫ একর জমি পেল সুন্নি ওয়াকফ বোর্ড !!

অবশেষে আ’দালতের নির্দেশ মোতাবেক বাবরি মসজিদের জন্য বরাদ্দ দেয়া ৫ একর জায়গা মেনে নিল ভারতের উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড।
বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার নির্দেশের পর মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ দেয়া নিয়ে ভারতের মুসলিম সমাজের আ’পত্তি থাকলেও পরে আদালতের নির্দেশ মেনে নিতেই সে জমি নেয়ার সিদ্ধান্ত নিল সুন্নি ওয়াকফ বোর্ড।
অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে ৫ একর জমি দেয়া হয়েছে বাবরি মসজিদ নির্মাণের জন্য।সুন্নি ওয়াকফ বোর্ড বলছে, জমি নিতে অ’স্বীকার করার এখতিয়ার বোর্ডের নেই। কারণ তা হলে তা আ’দালত অ’বমাননার সামিল হতো।