অবশেষে মাইকে আজানের অনুমতি মিলল যুক্তরাষ্ট্রের যে এলাকায় !!

মসজিদে মাইক ব্যবহার করে আজান দেওয়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্রের নিউজার্সির পিটারসন শহর। তবে এর আগে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শব্দ দূষণবি’রোধী আইনের কারণে মাইকে আজান দেওয়া যেত না।

এর বদলে মসজিদের ভেতরে বক্স ব্যবহার করে স্বল্পমাত্রার ভলিউমে আজান দেওয়া হতো।যুক্তরাষ্ট্রের এই শহরে ৩০ হাজার মুসলমান বসবাস করেন। চার্চে যেভাবে বেল বাজানো হয়, একইভাবে মুসলমানদের নামাজের জন্য ডাকা হয় আজান দিয়ে। শহরটিতে মসজিদের সংখ্যা রয়েছে ১৫টি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *