অবশেষে রাজধানীতে বস্তাবন্দী লা’শ নিয়ে যা জানা গেল !!

রোববার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে রাজধানীর গুলিস্তানে বস্তাবন্দি অবস্থায় অলিম্পিক ভবনের কাছ থেকে সানি নামে এক পথশিশুর লা’শ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর নিহতের বাবা মায়ের দাবি, স্থানীয় একটি গ্রুপ চাঁদার জন্য বিভিন্ন সময় তাদের হুমকি দিত। তারাই সানির হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ তাদের। সানির মা বলেন, ‘আগে মাদক বিক্রি করতাম। এখন আর বিক্রি করি না বলেই পায়েল, রাসেল, পিন্টুরা আমার ছেলেটাকে হত্যা করেছে। তারা আমাদের খুব ভয় দেখায়।’ সানির গ্রামের বাড়ি জামালপুর জেলায়। গুলিস্তান স্টেডিয়ামের মার্কেটের ৩ নম্বর গেটে মা-বাবার সঙ্গে বাবা-মার সঙ্গে বাস করত সানি।

এদিকে পুলিশ জানিয়েছে, নিহত সানির গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পল্টন থানায় হত্যা মামলা করা হয়েছে। মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, বস্তার মধ্যে বসানো অবস্থায় ছিল লা’শটি। যথাসম্ভব তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। আমরা কাজ করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *