দেশের খবর
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩২ ভারতীয় গ্রেপ্তার !!

এবার ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রকাশের জেরে অনেক ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আজ ২৪ নভেম্বর রবিবার ভোরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, আটককৃত ৩২ বাংলাদেশির মধ্যে ১৩ জন নারী, পুরুষ ১৭ জন ও ২ জন শিশু রয়েছে।এ ব্যাপারে বিজিবি জানিয়েছে, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী, পুরুষ পারাপারের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩২ বাংলাদেশিকে আটক করে।
এ সময় বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।’