অর্ধশতাধিক বাংলাদেশিকে গ্রে’ফ’তার করেছে দক্ষিণ আফ্রিকা !!

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া হোম অফিসে অর্ধশতাধিক বাংলাদেশি গ্রে’ফ’তার হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) প্রিটোরিয়া হোম অফিসে কাগজ করতে গেলে এসব বাংলাদেশিদের কাগজ সংক্রান্ত সমস্যা দেখিয়ে গ্রে’ফ’তার করে দেশটির ইমিগ্রেশন। তাদেরকে হোম অফিসের নিচতলায় রাখা হয়েছে।

বিকাল পর্যন্ত তারা সঠিক প্রমাণাদি কাগজ প্রদর্শন করতে না পারলে তাদেরকে ম্যান্ডেলা জেলে প্রেরণ করা হবে। পরবর্তীতে হয়ত দেশে প্রেরণের জন্য লিভ দ্যা কান্ট্রি দেবে।

চলতি জানুয়ারি মাসের ১ তারিখ থেকে শরণার্থী আইনে ব্যাপক পরিবর্তন এনেছে হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। রিফুজি এবং এসাইলাম শি’কা’রদের জন্য কঠিন আইন করা হয়েছে।

প্রসঙ্গত, যাদের এসাইলাম পেপারে সমস্যা আছে, বিশেষ করে এস্কারা কিংবা ইন্টারভিউ আছে, আপনারা পূর্ণাঙ্গ নিয়ম অনুসরণ করে ইন্টারভিউ সম্পন্ন করবেন। জটিল বিষয়গুলোতে ইমিগ্রেশন ল’ইয়ারের সহযোগিতা নিতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *