আইএসে যাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল!

সন্ত্রাসবাদ দমনে ব্রিটেনকে সহায়তা করতে চান জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়া শামীমা বেগম। বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া এই তরুণী জানান, আইএসে যাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, প্রয়োজনে বিচারের মুখোমুখি হবেন, তবুও নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে চান তিনি।

চিরাচরিত ধর্মীয় পোশাকের বদলে খোলামেলা পশ্চিমা পোশাকেই সিরিয়ার একটি শরণার্থী শিবিরে দেখা যায় আইএসে যোগ দিয়ে তোলপাড় তোলা তরুণী শামীমা বেগমকে। মাত্র ১৫ বছর বয়সে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেন শামীমা। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জানান, নিজের ওই সিদ্ধান্তের জন্য এখন তিনি অনুতপ্ত।

শামীমা বেগম বলেন, আইএস আমাকে এবং আমার জীবনকে নষ্ট করেছে। কেন আমি জঙ্গিদের সাথে জড়ালাম এটা নিয়ে সারাজীবন মনে দুঃখ থেকে যাবে। এই একটা ভুল আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। আপনি আমার চেহারায় সেটার ছাপ দেখতে পান বা না পান, এটাই সত্য।

বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে বাস করা শামীমার নাগরিকত্ব আগেই বাতিল করেছে ব্রিটিশ সরকার। শামীমা সাক্ষাৎকারে জানান, তিনি ব্রিটেনে ফিরতে আগ্রহী। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে যুক্তরাজ্যকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *