Sports News
আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার !!

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দিক দিয়ে সবার উপরেই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলার আশা প্রায় সব ক্রিকেটারেরই থাকে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
আর আসন্ন আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। আইপিএলের নিলামে উঠছে এই ৬ তারকা। তবে এখনো তাদের নাম প্রকাশ করেনি আয়োজক কমিটি।
আইপিএলের নিলামে উঠছে ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশের ৬ জন, অস্ট্রেলিয়া ৫৫, দক্ষিণ আফ্রিকা ৫৪, শ্রীলঙ্কা ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, নিউজিল্যান্ড ২৪, ইংল্যান্ড ২২, আফগানিস্তান ১৯, জিম্বাবুয়ে ৩, আমেরিকা ১ ও নেদারল্যান্ডসের ১ জন করে ক্রিকেটার থাকবেন।