আইসিসির নতুন পরিকল্পনায় শেবাগের না !!

ক্রিকেটের টেস্ট ফরম্যাটে পরিবর্তন করতে চাচ্ছে আইসিসি। পাঁচ দিনের এই ম্যাচকে চার দিনে আনার পরিকল্পনা করছে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

এবার তাদের সুরেই বললেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। টেস্ট ফরম্যাট চার দিনে আনা ঠিক হবে না বলেই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বরাবরই পরিবর্তনের পক্ষে। ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমিই অধিনায়ক ছিলাম।

আর আমি তার জন্য গর্বিত। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলাম। কিন্তু পাঁচ দিনের টেস্ট ক্রিকেট হল রোমান্স।’

তিনি আরো বলেন, ‘টেস্ট ক্রিকেটে নতুনত্ব এনে জার্সিতে নাম লেখা, গোলাপি বলের টেস্ট, এমন উদ্ভাবন অনেক ভালো হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটের পরিধি ছোট করা আদৌ ঠিক হবে না। আর পাঁচ দিনের টেস্ট মোটেই শেষ হয়ে যায়নি। টেস্ট হল ক্রিকেটের আত্মা।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *