Sports News
আগে বল করার সুযোগ পেলে শুরুতেই সেই কাজটি করতে চান বিপ্লব !!

বাংলাদেশ-ভারত সিরিজে বেশ সফল বোলারেই বলা চলে বিপ্লবকে। আর এই সিরিজে সুযোগ পেলে বিপ্লব দেখাতে চান তাণ্ডব। এমনটা জানিয়ে দিয়েছেন বিপ্লব নিজেই।
এই ব্যাপারে তিনি বলেন ,’ নাগপুরের উইকেটের ব্যাপারে এখনো কিছু বলতে পারছি না। জানি না এখানে উইকেট কেমন হবে? তবে উইকেট যেমনি হোক না কেন আগে বল পেলে উইকেট নেওয়ার চেষ্টা করবো।
নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। শেষ ম্যাচেই আমার কাছে সব।’উল্লেখ্য যে, সিরিজের শেষ ম্যাচে নাগপুরের ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাএশ দল।