আজহারীর নীলফামারীর মাহফিলে ১০ লক্ষ লোক সামাল দিতে হিমশিম খেল পুলিশ !!

বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ইসলামে প্রচারক ও বক্তা হলেন মিজানুর রহমান আজহারী। শুধু দেশেই নয় বিদেশেও তাঁর সুনাম কম নয়। আজহারীর সুমধুর কণ্ঠের জাদুতে যেন উন্মোখ হয়ে থাকেন যুবকরা । বিশেষ করে ইংরেজি শব্দ উচ্চারণ আর সমসাময়িক বিষয় নিয়ে তার উপস্থাপিত বক্তব্য ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয় কেড়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) নীলফামারী সদরে আলোড়ন সৃষ্টিকারী এই বক্তার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে প্রায় ১০ লক্ষ লোক সমাগমের টার্গেট নিয়ে আয়োজন করেছিল কর্তৃপক্ষ। বিশাল লোকের এই মাহফিল সামাল দিতে ৩৫০ জন পুলিশ মোতায়েন করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পরে এই ১০ লক্ষ লোক সামাল দিতে হিমশিম খেয়ে যায় পুলিশ।

সুত্রে জানা যায়, নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ মাহফিলের প্যান্ডেল করা হয়েছে আট লক্ষ বর্গ ফুট। স্টেজ ১২০০ বর্গ ফুট। মাইকের ব্যবস্থা রাখা হয়েছে ৩০০টি। মেডিক্যাল টিম রয়েছে ২টি, এম্বুলেন্স ১টি, ফায়ার সার্ভিস ১টি, ভ্রাম্যমাণ টয়লেট প্রায় ১০০টি, ১ হাজার ৫০০টি টিউব লাইট, ৫০টি সার্চলাইট, প্রজেক্টর ১২টি, এলইডি পর্দা ২টা (প্রতিটি ২১৬ স্কায়ারফিট)। মোটর গ্যারেজ করা হয়েছে ৪টি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *