দেশের খবর
আজহারী বীরের বেশে অচিরেই আবার ফিরে আসবে – আল্লামা মোঃ লুৎফুর রহমান !!

“মিজানুর রহামান আজহারি দেশ ছেড়ে চলে গেছে। তিনি চলে যায়নি তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে”, বললেন আল্লামা লুতফর রহমান।
তিনি বলেন, একটা মাহফিলে ১০ থেকে ১৫ লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোন রাষ্ট্র প্রধানের ইতিহাসেও নেই। একটা রাষ্ট্র প্রধান কোন জায়গায় গেলে সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়। তাদেরকে ভাড়া দেওয়া হয়, খাবার দেওয়া হয় আবার যাওয়ার সময় টাকা পয়সাও দেওয়া হয়। কিন্তু যারা কোরানের মাহাফিলে আসে তারা নিজের টাকায় আসে, নিজের টাকায় খায়। আজকে তাকে এদেশে থাকতে দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, মিজান আবার আসবে বিজয়ির বেশে আসবে। এদেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ । সেই সময় বেশি দূরে নয়। ফিরিয়া আসার মত সৌভাগ্য ,পরিবেশ, পরিস্থিতি তিনি যেন দান করেন।