মায়ানমারের এজেন্ট হয়ে কাজ করছে এসিএফ, আটক ৯ রো’হিঙ্গা !!

মায়ানমারের এজেন্ট হয়ে কাজ করছে এনজিও সংস্থা এক’শান কন্ট্রি লা-ফিম এসিএফ (ACF)। কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ কারাতে নিয়ে ৯ রো’হিঙ্গাকে আটকের মাধ্যমে এমনই তথ্য পাওয়া গেছে।

শনিবার (১৩ই ফেব্রুয়ারী) সন্ধায় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্যও এসিএফ’র ৪ কর্মকর্তাকে থানায় পাঠানো হয়। আটকৃতরা হলেন, নজিম উল্লাহ (২৩) লাল মোহাম্মদ (২৭) নুর আলম (৩০) এশাদুল্লাহ (২৮) কেফায়েত উল্লাহ (৩০) খায়রুল আমিন (২৫) জিয়াবুল হোসেন(১৬) জফুর উল্লাহ (২১)হামিদ হোসেন ও হামিদ হোসেন।

আটককৃত রো’হিঙ্গারা জানায়, উখিয়া কুতুপালং থেকে তাদের চাকরির লোভ দেখিয়ে মেসার্স আলী কন্সট্রাকশনের মোহাম্মদ আলী এসিএফ এর ম্যানেজার লজিষ্টিক দিদারুল ইসলাম রাকিবুল ও আরেফিন সহ কয়েকজন যোগসাজশ করে তাদের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিয়ে আসা হয়।এসিএফ কক্সবাজার জোনের লজিস্টিক মোঃ আলম জানায়, ভেন্ডরের গাফিলতির কারনে এমন ভুল হয়েছে। মেসার্স আলী কনস্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম পুলিশকে সাথে নিয়ে ৯ রো’হিঙ্গাকে আটক করি। এছাড়াও এসিএফ কর্মরত ৪জন বাঙ্গালি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের আদেশক্রমে আটক রো’হিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, এসিএফ এর ভেন্ডর মো. আলী নিজেই রো’হিঙ্গা বলে প্রাথমিক তথ্য পেয়েছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *