দেশের খবর
আনুষ্ঠানিকভাবে আলেমদের নিকট তওবা পাঠ করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন ১৭ জন কাদিয়ানি !!

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে জানানো হয়, ‘আনুষ্ঠানিকভাবে আলেমদের নিকট তওবা পাঠ করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন ১৭ জন কাদিয়ানি’।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এই আয়োজন করে।আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, যারা আমাদের নবি হজরত মুহাম্মদ (সা.) কে শেষ নবি হিসেবে না মানবে- তারা নিঃস’ন্দেহে কাফের।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, কাদিয়ানরা কাফের। এ নিয়ে বি’তর্কের কোন অবকাশ নেই। আমরা নিয়ম তান্ত্রিক ভাবেই আ’ন্দোলন করছি। আ’ন্দোলন নিয়ে আমরা আর ইঁদুর বিড়াল খেলতে চাই না। লক্ষ প্রানের বিনিময়ে হলেও কাদিয়ানিদের অ’মুসলিম ঘোষণার দাবী আদায় করার ঘোষনা দিয়ে ৭ দফা দাবী পেশ করা হয়।