আফগানিস্তানে ১৩ হাজার কোটি ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র
মার্কিন কংগ্রেস জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত রাখতে চায়। তবে দেশটির নতুন তালেবান সরকারকে সরাসরি অর্থায়নের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। মার্কিন কংগ্রেসের মিত্রদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে।
২০০১ সালে তালেবান সরকার উৎখাতের পর থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রধান দাতা। ওয়াশিংটন নিরাপত্তা, শাসন, উন্নয়ন এবং মানবিক সহায়তায় প্রায় ত্রিশ ট্রিলিয়ন ডলার প্রদান করেছে।
মার্কিন কংগ্রেসের সহযোগীরা বলছেন, আইনপ্রণেতারা আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত আফগান নাগরিক এবং শরণার্থীদের সহায়তা প্রদান করতে প্রায় নিশ্চিত, কিন্তু আফগান সরকারকে নয়। অন্তত এখন না।
সিনেটে ডেমোক্র্যাটদের মিত্র বলেছেন, কংগ্রেসের সদস্যদের এমন কিছু করতে রাজি করা কঠিন হবে যা তালেবান সরকারকে সাহায্য করবে। সিনেটে রিপাবলিকান মিত্রদের একজন সম্মত হন।