আফগান যু’দ্ধে অবশেষে হার মানল যু’ক্তরাষ্ট্র !!
১৯ বছর আগে ওসামা বিন লাদেনকে ঘিরে হা’মলা শুরু করে মা’র্কিন যু’ক্তরাষ্ট্র। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সেই যু’দ্ধের অবসান ঘটেছে। হার মেনেছে মা’র্কিনীরা। তালেবানের শর্ত মেনে নিয়ে আফগানিস্তান ছাড়তে চুক্তি সই করেছে দুই পক্ষ।
চুক্তি অনুযায়ী আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে মা’র্কিন ও ন্যাটো সে’নাদের।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ ঘটনাকে যু’ক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তালেবানের শর্ত মেনে নেয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যা প্রকৃতপক্ষে আফগান যু’দ্ধে মা’র্কিনিদের চুড়ান্ত পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
দোহায় অনুষ্ঠানে মাইক পম্পেও বলেন, আজ এ চুক্তির মাধ্যমে শান্তির সূচনা হল। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যু’ক্তরাষ্ট্র সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করে।