আবরার হ’ত্যা মামলার আসামী মোরশেদের আত্মসমর্পণ !!

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হ’ত্যার অভিযোগে করা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামী মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন মোরশেদ। এ সময় জামিনেরও আবেদন করেন তিনি। তবে জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মোরশেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রামে।চকবাজার থানার প্রসিকিউশন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নথিসুত্রে এখনও পলাতক থাকাদের মধ্যে রয়েছেন এজাহারভুক্ত আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও চার্জশিটের আসামি মোস্তফা রাফিদ।

গত ৫ জানুয়ারি এই মামলার চার্জশিটভুক্ত চার পলাতক আসামিকে ১৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চারজনের মধ্যে মোরশেদ একজন। যে চার আসামির বিরুদ্ধে এ বিজ্ঞপ্তি জারি হয় তাঁরা হলেন মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান (বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার কে সি রায় রোড), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (বাড়ি সৈয়দপুরের নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রাম), মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রাম) ও মুজতবা রাফিদ (বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উত্তর বালুবাড়ি)। রংপুর, নীলফামারী, গোমস্তাপুর ও দিনাজপুর থানা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়ে জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

গত ১৩ নভেম্বর আবরার হ’ত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে এই চার্জশিট দেয়। মোরশেদের আত্মসমর্পণের পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন পলাতক রয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *