আবারও ওয়াজ মাহফিলে ফিরলেন আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী !!

আবারও ওয়াজ মাহফিলে ফিরলেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) বাদ মাগরিব মালয়েশিয়ার ছিমোনিয়া জালান সুঙ্গাই লালাংয়ের মসজিদে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন তিনি। এসময় আজহারী বলেন, কোরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা।

এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বানও জানান তিনি। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মসজিদ সিংইপ জামে মসজিদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়, মাহফিলে হামদ ও না’ত পরিবেশন করেন ইসলামিক শিল্পীরা।

পবিত্র কোরআনে সবচেয়ে শ্রেষ্ঠতর ও ফজিলতপূর্ণ আয়াতুল কুরসির ফজিলতের উপর আলোচনা করতে গিয়ে প্রধান বক্তা আজহারী বলেন, পবিত্র আল কোরআনকে মহান আল্লাহ মানব জাতির হিদায়েত ও জীবন বিধান হিসেবে নাজিল করেছেন। এই মহামূল্যবান গ্রন্থের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াত হলো আয়াতুল কুরসি। এ আয়াতটিতে ১০টি বাক্য রয়েছে। যার প্রত্যেকটিতে আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ওবাই ইবনে কা’বকে জিজ্ঞাস করলেন সবচেয়ে ফজিলত ও গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? ওবাই ইবনে কা’ব আরজ করলেন, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সমর্থন করলেন এবং বললেন, হে আবুল মানজার! তোমাকে এ উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *