আবারও সিএএ নিয়ে উ’ত্তপ্ত মেঘালয় – নি’হতের সংখ্যা বেড়ে ৩ !!
ভারতে সংশোধনী নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়ে দিল্লীর পর এবার উ’ত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়। রাজ্যেটিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বি’ক্ষোভে সংঘ’র্ষে ৩ জন নি’হত হয়েছেন।
রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।শুক্রবার সিএএ ও ইনার লাইন পারমিট নিয়ে আলোচনার সময় মেঘালয়ে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘ’র্ষ হয়। শুক্রবারে নিহ’তের সংখ্যা ছিল ১ জনে।
এখন পর্যন্ত এ সংঘ’র্ষে নি’হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে ও ১০ জন আ’হত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে কা’রফিউ জা’রি করেছে পুলিশ। এছাড়া, ব’ন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।