আবারো করোনায় আ’ক্রান্ত আরো এক টিভি সাংবাদিক !!
দেশে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন আরো এক সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির একজন স্টাফ রিপোর্টার। গতকাল ৬ মে তার শরীরে করোনা পজিটিভ আসে। আজ ৭ মে বিষয়টি জানিয়েছেন তিনি।তিনি বলেন, বুধবার সকালে নমুনা দিয়ে আসার পর সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। তিনি বর্তমানে বাসায় কোয়ারেন্টাইনে আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। করোনা সন্দেহে তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হবে।
দেশে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৬৬ সাংবাদিক ও সুস্থ হয়েছেন ১২ জন। মারা গেছেন ১ জন। সুস্থ হওয়া সংবাদকর্মীরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির ১ জন ক্যামেরাপারসন, যমুনা টিভির ১ জন রিপোর্টার এবং নরসিংদী প্রতিনিধি, দীপ্ত টিভির ১ জন, এটিএন নিউজের ১ জন রিপোর্টার, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি।
বাংলাদেশের খবরের ১ জন রিপোর্টার, দৈনিক সংগ্রামের ১ জন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর ১ জন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।