আবারো সুখবর দিল আবহাওয়া অফিস !!
অবশেষে আজ বৃহস্পতিবার বিকেলে এক পশলা বৃষ্টি রাজধানীতে ফিরেছে স্বস্তি। বায়ুদূষণের শীর্ষে থাকা এ নগরী ফিরতে শুরু করেছে আপন রূপে। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে আরও সুখবর।
আবহাওয়া অফিস বলছে, আরও তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদী কোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।তিনি আরও জানান, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।