Sports News
আবেগী না হয়ে ঠান্ডা মাথায় ম্যাচ বের করলেন আকবর আলী !!

আন্ডার নাইন্টিন বিশ্বকাপে যে ব্যাট হাতে চমক দেখালেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। এই ম্যাচেই যে ব্যাট হাতে তিনি দেখালেন অণ্য রকম তাণ্ডব। তবে তার কাছে যেটি স্মরণীয় হয়ে থাকবে সেটা হচ্ছে আজ ফাইনাল ম্যাচের ইনিংস। আজকের ম্যাচেই যে বেশ ঠাণ্ডা মাথায় খেলেছেন তিনি।
তবে এর আগেই যে টি-২০ বিশ্বকাপে ৩ বলে ২ রান নিতে পারেননি মুশফিক-রিয়াদরা। তবে আজকের ম্যাচেই সেই ভুলটিই সংশোধন করলেন আকবর।ঠান্ডা মাথায় ক্রিজে টিকে রইলেন তিনি। যার কারণেই যে বাংলাদেশ দল খুব ঠান্ডা মাথায় শিরোপাটা জিতলো।