আমরা দিল্লির কথায় বাংলা চালাই না: মমতা !!

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতের ভোটার তালিকায় নাম থাকলে কাউকে দেশ ছাড়তে হবে না। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে জনগণের মধ্যে তৈরি আতঙ্ক কমাতে সবাইকে অভয়বাণী দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে সম্প্রতি ‘নৈহাটি উৎসব’ উদ্বোধন করার সময়ে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। নাগরিকত্ব আইনে কাউকে দেশ ছাড়তে হবে না। আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে ও চলবে বলেও জানিয়েছেন এ নেত্রী।

মমতা বলেন, ভোটার তালিকায় প্রত্যেকে নিজের নাম তুলে রাখুন। যার যার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে তাদের আর কিছুই করার দরকার নেই। আমরা সবাই এই দেশের নাগরিক।

তিনি আরো বলেন, আমরা হিন্দু, মুসলিম,শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবো। এ পৃথিবীতে সবাই মিলেমিশে শান্তিতে থাকবো আমরা। কাউকে বাংলা ছাড়তে হবে না আর দেশও ছাড়তে হবে না।

জনগণকে অভয় দিয়ে তিনি আরো বলেন, আপনারা ভয় পাবেন না। চিন্তা করবেন না। সবাই ভালো থাকুন আপনাদের চিন্তা আমার মাথায় দিন। শান্তিতে পড়াশোনা, কাজকর্ম ও সংসার করুন। আমি সবকিছু দেখে নেব। সব আমার ওপরে ছেড়ে দিন।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, আমরা দিল্লির কথায় বাংলা চালাই না। এখানে আমরা সবাই একসঙ্গে চলি। ১৮ বছরে ভোটার হয়ে একজন শিক্ষার্থী যদি প্রধানমন্ত্রী, মূখ্যমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে গণতান্ত্রিক আন্দোলনেও অংশ নেয়ার অধিকার আছে তাদের। তাদের হুমকি দেয়া চলবে না। এসব বন্ধ করতে হবে।সূত্র: পার্স টুডে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *