আমরা যে পারি সেটা প্রমাণ করায় দেশবাসী সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী !!

উর্বর মাটি ও মানুষ দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার নীতি অনুসরণ করে চলছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে পারি সেটা আমরা প্রমাণ করেছি। দেশবাসী এর সুফল পাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গৃহহীনদের ঘর দেওয়া পদক্ষেপ নিয়েছিলাম ,তারপর তাদের প্রশিক্ষণ দিয়েছি। গৃহহারাদের ঘরবাড়ি করে দেওয়ার কর্মসূচিও অব্যাহত রেখেছি। প্রতিটি পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি।’এ সময় প্রত্যেক পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘কারও কাছে হাত পেতে আমরা চলতে চাই না। জাতির পিতা একটা কথা বলতেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি।’

জানা গেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্যপ্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *