আমরা সো’লাইমানির অবদান কখনও ভুলবো না – আসাদ !!

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের জনগণ কখনও কাসেম সো’লাইমানির অবদান ও সাহসি’কতার কথা ভুলবে না। শুক্রবার ই’রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খা’মেনির কাছে পাঠানো এক শো’কবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

আসাদ বলেন, এই অ’পরা’ধয’জ্ঞ যুক্তরাষ্ট্রের বি’ধ্বং’সী নীতি এবং সব আ’গ্রা’সী শক্তির মো’কাবিলায় প্র’তিরো’ধ ফ্রন্টের দৃ’ঢ়’তাকে আরও জো’রদা’র করবে। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।জেনারেল সোলাইমানি তার পুরো জীবনটাই দেশ, জাতি, প্র’তিরো’ধ ফ্রন্ট ও ন্যায়ের পক্ষে সং’গ্রা’মে ব্যয় করেছেন। তার আ’ত্মত্যা’গ চিরস্মরণীয় হয়ে থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অশান্তি, বি’শৃঙ্খ’লা ও জঙ্গলের আইন ছড়িয়ে দিতে স’ন্ত্রা’সবা’দের প্রতি সমর্থনের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই হ’ত্যা’কা’ণ্ড ঘটিয়েছে।ন্যা’ক্কা’রজনক এ হা’ম’লা ভ’য়াবহ যু’দ্ধ ডেকে আ’নতে পারে বলে মন্তব্য করেছেন ই’রাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *