Internation News
আমাকে পছন্দ না হলে সমালোচনা করুন: মাহাথির !!

যদি আপনারা আমাকে পছন্দ না করেন, তাহলে তা প্রকাশ্যে বলে দিন। পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিমের সাথে একমত যে কেউ যদি প্রধানমন্ত্রী হওয়ার আশা করেন, তাহলে তাকে যথাযথ পথে আসতে হবে।’ বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ৮ম ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েল-বিং কনফারেন্স ২০১৯-এ যোগ দেয়ার পর তিনি একথা বলেন। মাহাথির আরো বলেন, মন্ত্রীপরিষদ ঢেলে সাজানোর প্রয়োজন। পার্লামেন্টে বুধবার ২২২ জন সাংসদের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। এখানে কোরাম পূর্ণ করতে অন্তত ২৬ জন সাংসদের উপস্থিতি প্রয়োজন।
ফলে, দেওয়ান রাকায়েত মিটিং স্ট্যান্ডিং অর্ডার নাম্বার ১৩(১)-এর অধীনে স্পিকার পার্লামেন্টের অধিবেশন বিলম্বিত করেন। কোরাম সঙ্কটে অক্টোবরেও একবার পার্লামেন্ট অধিবেশন বিলম্বিত করা হয়েছিল।