আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃত্যুকে নয় – মোদিকে ইমরান খান !!

২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। কিভাবে যু’দ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো। আমাদের সাম’রিক বাহি’নী সুসংগঠিত ও যু’দ্ধ-অ’ভিজ্ঞ।আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃত্যুকে নয়।’ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরে এক সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরে ভারতের বিরুদ্ধে এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

সম্প্রতি পাকিস্তানকে কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যু’দ্ধে পরাজিত হয়েছে। তাদের পরাজিত করতে আমাদের ১০ থেকে ১২ দিনের বেশি লাগবে না।’এর আগে গত মাসে ভারতের সাম’রিক বাহি’নীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান বলেছিলেন, ‘যদি ভারতের সংসদ নির্দেশ দেয় তাহলে তার সেনারা আজাদ কাশ্মীর দখল করতে যাবে।’

এ দুই বক্তব্যের জবাবে ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী এবং সা’মরিক বাহি’নীর প্রধানের উদ্দেশে বলেন, ‘আপনাদের দুজনের জন্য আমার বার্তা হলো গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারের ওপর ভরসা করে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।’

ইমরান খান বলেন, ‘আপনি ইতিহাস খুঁজে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে। যারা এ ধরনের অহংকার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে।এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ান বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন। এছাড়া মার্কিন বাহিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে পরাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *