আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই! তাই আমি এখনো একা: সাফা কবির
সাফা কবির বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী। তিনি ‘এট ইটিটিন অলটাইম রানিং’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
এরপর একের পর এক নাটকে অভিনয় করে সাড়া জাগিয়েছেন অভিনেত্রী।
তাঁর ‘১৯৯০ সালের প্রেমের গল্প’ এবং ‘আপনি অন্য দিন থাকুন’ খুব জনপ্রিয় হয়েছে।
রবিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। সাফা কবির এই দিনে প্রেম সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
প্রেম-বিয়ে নিয়ে আপনার কোন চিন্তা আছে কি? – সাফা গণমাধ্যমকে বলেন, ‘আমার ভালোবাসার সঙ্গী নেই। আমি এখনো একা। আমি প্রেমে না. আসলে আমি এখন প্রেম, বিয়ে নিয়ে ভাবছি না। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমার বিয়ে, প্রেম হতে পারে, কিন্তু পরিবার একটি ছেলে বেছে নিতে পারে। আমি বিয়েতে বিশ্বাস করি। ‘