Internation News
আমি পেঁয়াজ-রসুন খাই না: ভারতীয় অর্থমন্ত্রী !!

বুধবার ভারতের সংসদে দাঁড়িয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন ‘আমি পেঁয়াজ, রসুন খাই না বললেই চলে। যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।’
অর্থমন্ত্রীর এ বক্তব্যর পরেই বিরোধীদলের তীব্র আক্রমণে পড়েন। মন্ত্রী অশ্বিনী চৌবে বলেন ‘আমি নিরামিষাশী। কোনও দিনও পেঁয়াজই খাইনি। আমার মতে কারোর পক্ষে পেঁয়াজ সম্পর্কে কিছু বলা কীভাবে সম্ভব?’
পেয়াজের উৎপাদন কম হওয়ায় ভারতীয় অর্থমন্ত্রী জানান, ফলন কম বলেই মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন ‘অর্থমন্ত্রী পেঁয়াজ খান না, তো কি অ্যাভোকাডো ফল খান?
প্রসঙ্গত, গত কয়েক দিনে ভারতের সর্বত্র অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। দেশটির প্রধান শহরগুলিতে পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির দিকে যাচ্ছে।