আর কখনো মা’কে খুঁজে পাবে না ছোট্ট মাহিমা !!
আজ ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের শিশু মাহিমার মা আর বেঁচে নেই। দুর্ঘটনার পর ছোট্ট শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও তার সঙ্গে থাকা মা এবং দাদীর খোঁজ মিলছিল না। অবশেষে জানা গেল, মাহিমার মা কাকলী মারা গেছেন।
এদিকে মাহিমার বাবা মাঈন উদ্দিন দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যান। সেখানে পৌঁছে তিনি সাংবাদিকদের জানান, সিলেটের শাহজালাল (র.) মাজারে মানত ছিল তাদের। সেই মানত পূর্ণ করতে কাকলী (মাহিমার মা) মেয়ে মাহিমাসহ কয়েকজন স্বজনের সঙ্গে সিলেটে যান। সেখান থেকেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে ফিরছিলেন তারা। ট্রেন দুর্ঘটনায় কাকলী মারা গেছেন। এ ঘটনায় মাহিমা আহত হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, মাহিমার কপালে সেলাই লেগেছে। তার কপালের বাম পাশ থেকে মাথার পেছন পর্যন্ত অংশ ব্যান্ডেজ করা হয়েছে।