আর নেই ঘুষের সুযোগ, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স এবার অনলাইনে !!

অনলাইনের মাধ্যমে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে মুন্সীগঞ্জে। এতে করে আর ঘুষের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার।সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে মুন্সীগঞ্জে প্রথম জেলা হিসাবে সফটওয়ার ভিত্তিক অনলাইন পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে কোন গ্রাহক পুলিশ ক্লিায়ারেন্স এবং পাসপোর্টের আবেদনে করলে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের হয়রানি বা টাকার লেনদেন কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ রিপোর্ট এবং ক্লিয়ারেন্স পাবে। এতে পুলিশের কোন সদস্য বা সংশ্লিষ্ট কেউ অর্থ দাবি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *