আলহামদুলিল্লাহ্‌! নরসিংদীতে সুস্থ হয়ে ফিরলেন প্রথম করোনা রোগী !!

আজ বিকেলে নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের প্রথম করোনা আ’ক্রান্ত রোগী কারী শামীম মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘ ১০ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শুক্রবার বিকেল ৩টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম তাকে করোনা মুক্ত ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার ছাড়পত্র দেন।

জানা যায়, মুফতি শামীম মিয়া নারায়ণগঞ্জের একটি গার্মেন্টে চাকরি করার পাশাপাশে ওই গার্মেন্টের মসজিদে ইমামতি করতেন। এর আগে গত ৫ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে শামীম নিজেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন।পরে ৬ এপ্রিল সন্ধ্যার দিকে তার রিপোর্ট পজেটিভ আসার পর ওইদিন রাতেই পলাশ উপজেলা প্রশাসন ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার সব দোকান বন্ধ করে লকডাউন করে দেয়।

তারপর দিন ৭ এপ্রিল দুপুরে করোনা আ’ক্রান্ত শামীম মিয়াকে পলা’শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রেখে তার চিকিৎসা করানো হয়।তাছাড়া শামীম মিয়ার পরিবারের ৯ সদস্যকেও উপজেলা কোয়ারেন্টিন সেন্টারে রেখে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। শামীম মিয়াই ছিল নরসিংদীর প্রথম করোনা আ’ক্রান্ত রোগী।

সূত্রঃ বিডি২৪ রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *