আলেমদের নামে বলাৎকারের অভিযোগ কেন আসবে? প্রশ্ন জাফরুল্লাহর

জনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নাম জিহাদ। মানুষের উপর নিপীড়নের প্রতিবাদে ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম। জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। জিহাদ হচ্ছে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আপনাকে ভাবতে হবে আমি ন্যায়ের পক্ষে।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ‘ইসলাম সন্ত্রাস ও উগ্রবাদ নয়: সম্প্রীতি, ন্যায়বিচার এবং সহনশীলতা হলো ইসলাম’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল গণতন্ত্র, সমতা এবং জনগণের অধিকার। আমি মুক্তিযুদ্ধে ইসলামের কথা বলেছি। আমি মানুষের কথায় কথা বলেছি, ন্যায়ের কথায় বলেছি। আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ বিকৃত, এর জন্য আমাদের যুদ্ধ করতে হবে।

তিনি বললেন, “আমাকে নামায না পড়ার কারণে আমাকে মুর্দাদ বলার অধিকার তোমার নেই।” আল্লাহ সিদ্ধান্ত নেবেন। প্রার্থনা না করার জন্য আমাকে মারার অধিকার তোমার নেই, আল্লাহ বিচার করবেন। কেন আজ পণ্ডিতদের নামে বলাৎকারের অভিযোগ আসে? এটি অন্যের দোষ নয়, বরং এটি আপনার দোষ। কারণ মানুষ আপনাকে সম্মান করে। ছোট ভুল করলে ভুল বড় হয়ে যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *