আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – মামুনুল হক !!
একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, অধ্যাপক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক ইসলামি বক্তা মামুনুল হক। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই ইসলামিক বক্তা।
নতুন খবর হচ্ছে, আলেম-উলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বুধবার (৭ এপ্রিল) তিনি বলেন, ‘আলেম-উলামাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’